• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

এসে গেল ট্রান্সফরমার রোবট

আজকের খুলনা

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০  

রোবটকে মুহূর্তেই গাড়িতে পরিণত হতে দেখা গিয়েছিল, হলিউডের বিখ্যাত ট্রান্সফারমার সিনেমায়। বাস্তবে এ ধরনের রোবট না থাকলেও, শিশুদের খেলনা হিসেবে তা পাওয়া যায়। কিন্তু এসব ট্রান্সফরমার রোবট খেলনাকে সাধারণত ম্যানুয়ালি চালাতে হয়।

তবে এবার বিখ্যাত রোবটিক্স কোম্পানি রোবসিন রোবটিক্স প্রকৃত অর্থেই স্বয়ংক্রিয় ট্রান্সফরমার রোবট খেলনা তৈরি করেছে। ‘টি৯’ নামের এই রোবটকে ভয়েস কমান্ড বা অ্যাপের মাধ্যমে গাড়িতে রূপান্তর করা যায়।

কোম্পানিটি দাবি করেছে, টি৯ গ্রাহক পর্যায়ে প্রথম রোবট যা স্বয়ংক্রিয়ভাবে রোবট থেকে গাড়িতে রুপান্তর হয়ে আবার রোবট আকারে ফিরেও আসতে পারে। রোবট আকারে থাকা অবস্থায় এটি দুই পায়ে চলতে পারে। আবার যখন গাড়িতে রুপান্তর হয় তখন চাকার সাহায্যে চলে। এছাড়া কোডিং বা প্রোগ্রাম করে এটিকে ড্যান্স সহ আরো নানা ভাবে ব্যবহারের জন্য কাস্টমাইজ করার সুবিধা রয়েছে।

স্মার্টফোন বা ট্যাবলেট পিসির ব্লুটুথের মাধ্যমে রোবটটিকে সংযুক্ত করে ভয়েস কমান্ড বা অ্যাপের সাহায্যে নিয়ন্ত্রণ করা যাবে। শিশুদের খেলনা হিসেবে ‘টি৯’ ট্রান্সফরমার রোবটটি ইতিমধ্যে ৪৯৯ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে।

আজকের খুলনা
আজকের খুলনা