• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

এসডিজি অর্জনে বড় বাধাই হলো আর্থিক সীমাবদ্ধতা

আজকের খুলনা

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯  

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, আর্থিক সীমাবদ্ধতাই বাংলাদেশসহ উন্নয়নশীল দেশেগুলোর জন্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণের সবচেয়ে বড় বাধা।

তাই দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নে অর্থায়ন বিষয়ে এশিয়া প্যাসিফিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন রাষ্ট্রপতি।

বাংলাদেশ এরইমধ্যে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে। ২০১৮ সালে বিদেশি বিনিয়োগ ৫৪ শতাংশ বেড়েছে। তার বিশ্বাস, এ সম্মেলন টেকসই উন্নয়নে, কার্যকর অর্থায়ন নীতিমালা তৈরিতে ভূমিকা রাখবে।

সম্মেলনে সরকারের নীতি নির্ধারকরা ছাড়াও, শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আজকের খুলনা
আজকের খুলনা