• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

এসএ গেমস : মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশের সূচনা

আজকের খুলনা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৯  

দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) ছেলেদের ক্রিকেটে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

বুধবার মালদ্বীপকে স্রেফ উড়িয়ে গিয়েছে বাংলাদেশের দলটি। নেপালের ক্রিতিপুরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ৪ উইকেটে ১৭৪ রান জমা করে। জবাবে মালদ্বীপ ১৯.২ ওভারে গুটিয়ে যায় মাত্র ৬৫ রান তুলে। ১০৯ রানের জয়ে এসএ গেমসে উড়ন্ত সূচনা করল বাংলাদেশ ।

শক্তির বিবেচনায় মালদ্বীপের থেকে অনেক এগিয়ে বাংলাদেশ। সৌম্য সরকার, নাঈম শেখ, আফিফ হোসেন ও নাজমুল হোসেন শান্তদের নিয়ে দলটা বেশ শক্তিশালী। ব্যাটিংয়ে তাদের উপর নির্ভর দল। প্রথম ম্যাচে হতাশ করেননি কেউ।

নাঈম ও সৌম্য উদ্বোধনী জুটিতে ৭.৩ ওভারে তোলেন ৫৯ রান। নাঈম ৪ চার ও ১ ছক্কায় করেন ৩৮ রান। সৌম্য ৪ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন। ৩৩ বলে ৪ চার ও ২ ছক্কায় অধিনায়ক সৌম্য করেন ৪৬ রান। তিনে নামা শান্তও দ্যুতি ছড়ান ২২ গজে। ৩৮ বলে ১ চার ও ৩ ছক্কায় ৪৯ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান। তাতে বাংলাদেশ পায় লড়াকু পুঁজি। শেষ দিকে আফিফ ৯ বলে ১৬ ও ইয়াসির ১০ বলে ১২ রান তুলে দলের প্রয়োজন মেটান ভালোভাবে।

বোলিংয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেন স্পিনার তানবীর ইসলাম। ৪ ওভারে ১৯ রানে ৫ উইকেট নেন এ বাঁহাতি। এছাড়া স্পিনার মিনহাজুল আবেদীন আফ্রিদি ও আফিফ হোসেন ২টি করে উইকেট নেন। মালদ্বীপের ১০ উইকেটের ৯টিই নেন স্পিনাররা। অপর উইকেটটি নেন সৌম্য সরকার।

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে মালদ্বীপের দুই ব্যাটসম্যান দুই অঙ্কের ঘর ছুঁতে পারেন। বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। ওপেনার আহমেদ হাসান ১০ ও আলী ইভান করেন ১২ রান। বাকিরা সবাই ছিলেন নিষ্প্রভ।

৫ উইকেট নেওয়া তানবীর ম্যাচসেরার পুরস্কার পান।

আজকের খুলনা
আজকের খুলনা