• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

এসএ গেমস : ক্রিকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়

আজকের খুলনা

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৯  

এসএ গেমসে মেয়েদের পর ছেলেদের অনূর্ধ্ব-২৩ ক্রিকেটেও এলো সোনালি সাফল্য। ফাইনালে নাজমুল হোসেন শান্তর দল শ্রীলঙ্কাকে হারিয়েছে ৭ উইকেটে। এই জয়ের ফলে বাংলাদেশের সোনা জয়ের সংখ্যা দাঁড়ালো ১৯টি। যা এসএ গেমসের ইতিহাসে বাংলাদেশের সেরা অর্জন! আগের অর্জন ছিল ১৮টি সোনা।  

ফাইনালের আগের দিন এই লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ দলের বোলিং নিয়ে শঙ্কা জেগেছিল। ম্যাচের দিন অবশ্য ধারালো বোলিংই করেছে ছেলেরা। ২০ ওভারে লঙ্কানদের গুটিয়ে দিয়েছে ১২২ রানে।

বাংলাদেশের বোলিং তোপে মাত্র তিন ব্যাটসম্যান উল্লেখযোগ্য ইনিংস খেলতে পেরেছেন। সর্বোচ্চ ২৫ রান করেছেন আহসান। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে ওপেনার নিসানকার ব্যাট থেকে। ১৬ রান করেন আরেক ওপেনার ফারনান্ডো। বাংলাদেশের হয়ে ২০ রানে তিনটি উইকেট নেন হাসান মাহমুদ। দুটি নেন তানভীর ইসলাম।

জবাবে দাপুটে ব্যাটিংয়ে ৩ উইকেটে ১১ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। ওপেনিংয়ে দারুণ শুরু এনে দেন সৌম্য সরকার ও সাইফ হাসান। ৩০ বলে ৩৩ রান করে বিদায় নিয়েছেন সাইফ। সৌম্য ফিরে যান ২৮ বলে ২৭ রান করে। তারপর ১৮.১ ওভারে চার মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক শান্ত। ২৮ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন তিনি। ইয়াসির ১৯ রান করে ফিরলেও শেষ দিকে ৫ রানে ক্রিজে ছিলেন আফিফ।

আজকের খুলনা
আজকের খুলনা