• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

এসএ গেমস: ১৮ পদক জিতে ২য় দিন শেষ করলো বাংলাদেশ

আজকের খুলনা

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৯  

রোববার জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠে সাউথ এশিয়ান গেমসের ১৩তম আসরের। আজ দ্বিতীয় দিনে দুটি ডিসিপ্লিন থেকে ১৮টি পদক জিতেছে বাংলাদেশ। তার মধ্যে কারাতে থেকে এসেছে ৯টি পদক। আর তায়কোয়ানডো থেকে এসেছে ৯টি পদক। কারাতে থেকে বাংলাদেশ ২টি রূপা ও ৭টি ব্রোঞ্জ জিতেছে। আর তায়কোয়ানডো থেকে ১টি স্বর্ণ ও ৮টি ব্রোঞ্জ জিতেছে।

সকালে কারাতে ডিসিপ্লিনের ব্যক্তিগত কাতায় ব্রোঞ্জ জিতেন হুমায়রা আক্তার অন্তরা। তার পদক জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের পদকের খাতা খোলে। এরপর তায়কোয়ানডোতে অনূর্ধ্ব-২৯ বছর বয়স শ্রেণিতে স্বর্ণ জিতেন দীপু চাকমা। আর কারাতের একক কুমির অনূর্ধ্ব-৫৫ কেজিতে  মো. মোস্তফা কামাল ও একক কুমির অনূর্ধ্ব-৪৫ কেজিতে মাউনজেরা বন্যা রৌপ্য পদক জিতেন।

১৮ পদক নিয়ে সাত দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে পদক তালিকার পঞ্চম স্থানে। ৯টি স্বর্ণ, ২টি রৌপ্য আর ৪টি ব্রোঞ্জ নিয়ে নেপাল রয়েছে শীর্ষে। মালদ্বীপ ১টি ব্রোঞ্জ জিতেছে। ভুটান অবশ্য এখনো পদকের খাতা খুলতে পারেনি।

দ্বিতীয় দিন শেষে পদক তালিকা :

দেশ

স্বর্ণ

রৌপ্য

ব্রোঞ্জ

মোট

নেপাল

১৫

ভারত

১১

শ্রীলঙ্কা

১৫

পাকিস্তান

বাংলাদেশ

১৫

১৮

ভুটান

মালদ্বীপ

আজকের খুলনা
আজকের খুলনা