• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

এভাবেও যে হারা যায় দেখিয়ে দিল অস্ট্রেলিয়া

আজকের খুলনা

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২০  

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে মাত্র ২ রানে হেরেছে অস্ট্রেলিয়া। অথচ ম্যাচের একটা সময় অজিদের জয় নিশ্চিত ধরে নিয়েছিলেন দর্শকরা। তবে এত সহজ একটা ম্যাচও কীভাবে হারা যায় সেটাই যেন দেখালো অ্যারন ফিঞ্চের দল। 

সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। বেয়ারস্টো বেশি রান না করলেও তার বিদায়ে নামা ডেভিড মালান ও অপর ওপেনার জস বাটলার বাইশ গজে ঝড় তোলেন। 

বাটলারের ৪৪ ও মালানের ৬৬ রানে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান করে ইংল্যান্ড। অজিদের হয়ে দুটি করে উইকেট নেন অ্যাস্টন আগার, কেন রিচার্ডসন ও গ্লেন ম্যাক্সওয়েল। 

রান তাড়ায় অজিদের শুরুটা ছিল দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে মাত্র ১১ ওভারেই ৯৮ রান যোগ করেন অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। অর্থাৎ ৪৬ রানে ফিঞ্চ ফিরলেও বাকি থাকা নয় ওভারে মাত্র ৬৫ রান প্রয়োজন ছিল তার দলের। 

তবে এর একটু পর মাত্র ১৪ বলের মাঝেই চার উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় অস্ট্রেলিয়া। সেখান থেকে একাই লড়াই করছিলেন মার্কাস স্টয়নিস। শেষ বলে ৫ রান প্রয়োজন থাকলেও দুই রানের বেশি নিতে পারেননি তিনি। ফলে ইংল্যান্ড পায় ২ রানের অসাধারণ এক জয়। 

দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন ওয়ার্নার। স্টয়নিস অপরাজিত ছিলেন ২৩ রানে। আদিল রশিদ ও জোফরা আর্চার দুজনেই দুটি করে উইকেট নেন। সিরিজের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল। 

আজকের খুলনা
আজকের খুলনা