• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

এবার হকিতে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা

আজকের খুলনা

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯  

আন্তর্জাতিক কোনও হকি টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিয়েই ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা।

মঙ্গলবার শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২১ নারী হকি দলকে হারিয়ে চমক জাগিয়েছে রিতু খানমের দল।

বাংলাদেশের এই নারী হকি দল গড়া হয়েছে চলতি বছর। আর এটিই ছিল তাদের প্রথম কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া।

উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকিতে প্রথম ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। ঘুরে দাঁড়াল দ্বিতীয় ম্যাচেই। লাল-সবুজের তরুণীরা শ্রীলঙ্কান মেয়েদের হারিয়েছে ২-০ গোলে।

বাংলাদেশকে প্রথমে এগিয়ে দেন রিতু খানম। ২৮ মিনিটে গোল পান অধিনায়ক। খেলার একদম শেষ মুহূর্তে ব্যবধান বাড়ান তারিন খুশি।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া টুর্নামেন্টে বাংলাদেশের পরের প্রতিপক্ষ হংকং। ম্যাচটি হবে বৃহস্পতিবার।

এবারের উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে বাংলাদেশসহ মোট ৬টি দল অংশ নিয়েছে। টুর্নামেন্টের সেরা দুই দল অংশ নেবে ২০২০ উইমেন্স জুনিয়র এশিয়া কাপে।

আজকের খুলনা
আজকের খুলনা