• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

এবার চাকরি হারালেন মার্কো সিলভা

আজকের খুলনা

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০১৯  

দলের বাজে পারফরম্যান্সের দায়ে চাকরি হারাতে হলো এভারটনের কোচ মার্কো সিলভাকে।

দায়িত্ব নেওয়ার ১৮ মাসের মাথায় চাকরি হারালেন ৪২ বছর বয়সি এই পর্তুগিজ কোচ।

প্রিমিয়ার লিগে বুধবার লিভারপুলের মাঠে ৫-২ গোলে হারের পরই সিলভার চাকরি বাঁচিয়ে রাখাটা কঠিন হয়ে পড়েছিল। পরদিন রাতেই তাকে বরখাস্ত করার কথা জানায় এভারটন।

প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে ১৫ ম্যাচে ৯টিতেই হেরে এখন অবনমন অঞ্চলে রয়েছে এভারটন। সর্বশেষ লিভারপুলের মাঠে বিধ্বস্ত হওয়াসহ টানা তিন ম্যাচে হার।

সিলভা দায়িত্ব নিয়েছিলেন ২০১৮ সালের মে মাসে। তার অধীনে ৬০ ম্যাচের মধ্যে এভারটন জিতেছে ও হেরেছে সমান ২৪টি করে।

শনিবার চেলসির বিপক্ষে ম্যাচে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন এভাটনের সাবেক স্ট্রাইকার ডানকান ফার্গুসন।

সিলভাকে বরখাস্ত করার পর ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব তারা নতুন কোচ নিয়োগ দেবে।

২০১৬ সালের মে মাসে রবার্তো মার্টিনেজ বরখাস্ত হওয়ার পর নিজেদের চতুর্থ স্থায়ী কোচ খুঁজতে হচ্ছে এভারটনকে।

আজকের খুলনা
আজকের খুলনা