• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

এতিম কিশোর আরাফাত হত্যায় আসামী রাজ আটক

আজকের খুলনা

প্রকাশিত: ৭ মে ২০১৯  

ভৈরব নদের খুলনার ফুলতলার খানজাহানপুর এলাকা থেকে এতিম ইয়াসির আরাফাত (১০) হত্যা ঘটনায় জড়িত সাজ্জাদুর রহমান রাজ (১৫) কে ঢাকা থেকে আটক করা হয়। মঙ্গলবার তাকে চীফ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৬৪ ধারা জবানবন্দি গ্রহনের পর জেল হাজতে প্রেরণ করা হয়। 
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই মাহমুদ হোসেন বলেন, রোববার দুপুরে ভৈরব নদে গোসল করার ছলে এতিম শিশু আরাফাতকে কৌশলে হত্যা করে পানির মধ্যে খুটার সাথে তার পা বেধে রেখে যায়। ঘটনার পর পরই রাজের পিতা ফুলতলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি ও খানজাহানপুর গ্রামের জাহাঙ্গীর বিশ্বাস তাকে আত্মগোপন করতে ঢাকাস্থ এক আত্মীয় বাড়িতে পাঠিয়ে দেয়। পুলিশ আরাফাত হত্যা ঘটনায় রাজ’র জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে ডিএমপির হাতিরঝিল থানার সহায়তায় তাকে আটক করে ফুলতলা থানায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যা ঘটনায় জড়িত বিষয়টি সাজ্জাদুর রহমান রাজ স্বীকার করে। গতকাল মঙ্গলবার তাকে খুলনার চীফ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মনিরুজ্জামান এর আদালতে ১৬৪ ধারা জবানবন্দি গ্রহনের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। অপরদিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক কাজী আবু মোকাররাম দাখিল মাদ্রাসার ছাত্র ওমর ফারুক (১১), তাইহিদ (১০) ও রাব্বি (১২) কে মামলার স্বাক্ষী করা হয়। প্রসঙ্গতঃ সোমবার সকাল ৭টার দিকে এলাকাবাসী ভৈরব নদে পায়ে রশি বাঁধা অবস্থায় ইয়াছিন আরাফাতের লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার মা শাহানা বেগম বাদি হয়ে থানায় মামলা (নং-৩, তারিখ-০৬/০৫/১৯ইং) দায়ের করেন।  

আজকের খুলনা
আজকের খুলনা