• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

এইচএসসি পরীক্ষা: বৈঠকে বসেছেন বোর্ড চেয়ারম্যানরা

আজকের খুলনা

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২০  

স্থগিত থাকা উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষাসহ বিভিন্ন ইস্যুতে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছেন বোর্ড চেয়ারম্যানরা।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ঢাকা বোর্ডের সম্মেলন কক্ষে ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা বৈঠকে বসেছেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক বৈঠকের সভাপতিত্ব করছেন।

এবার প্রায় ১২ লাখ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় বসার কথা রয়েছে। গত ১ এপ্রিল বাংলা প্রথমপত্র দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ঘোষিত সময়সূচি অনুসারে ৪ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা এবং এরপর ৫ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলার কথা ছিল। তবে করোনা পরিস্থিতির কারণে গত ২২ মার্চ স্থগিত হয়ে যায় পরীক্ষা। এর সঙ্গে স্থগিত হয় প্রবেশপত্র বিতরণ ও উত্তরপত্র বিতরণও।

আজকের খুলনা
আজকের খুলনা