• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

উড়ন্ত রেস্টুরেন্টে উড়ে উড়েই হয় খাওয়া দাওয়া

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯  

উড়ন্ত চাকির কথা পড়েছেন তো! কিন্তু চড়ে বসার সৌভাগ্য হয়নি কোনোদিন। এরকমই যদি কিছু একটা হাতের গোড়ায় পান? যেমন, উড়ন্ত ডাইনিং টেবিল। আর তাতে বসলেই সেই টেবিল সোজা আপনাকে নিয়ে যাবে মেঘ মুলুকে। যেখানে আপনার চারপাশে ভেসে বেড়াবে মেঘের দল। আর আপনি একা বা সঙ্গী নিয়ে সেখানে ঠিক রাজকীয় ভঙ্গিমাতেই আপনি লাঞ্চ বা ডিনার সারবেন। জি নিউজ বাংলা

ভারতের উত্তর প্রদেশের নয়ডায় গেলেই দেখতে পাবেন মাটি থেকে ১৬০ ফিট উঁচুতে ভেসে যাচ্ছে ডাইনিং টেবিল। সেই টেবিলে সওয়ারি হয়ে মনের আনন্দে খানাপিনা সারছেন ক্রেতারা।

ভালোমন্দ খাবারের সঙ্গে যারা নিখরচয়া অ্যাডভেঞ্চার চান তাদের জন্য এই আয়োজন বলে জানিয়েছে নয়ডা সেক্টর ৩৮ এতে তৈরি এই অভিনব রেস্তোরাঁ কর্তৃপক্ষ। উড়ন্ত চাকির মতোই দেখতে সুবিশাল ডাইনিং টেবলে স্বচ্ছ্বন্দে ২৪ জন বসে আরাম করে আহার এবং বিহার করতে পারবেন। এছাড়াও, খাবার পরিবেশনের জন্যও রয়েছে ঢালাও জায়গা। যেখান দিয়ে অনায়াসে যাতায়াত করতে পারবেন বয়রা। তবে ডানা নয় ক্রেনের সাহায্যে আকাশে ওড়ে এই টেবিল।

এমন উদ্ভট পরিকল্পনার জনক নিখিল কুমার। দুবাইতে গিয়ে এই ধরনের রেস্তোরাঁ দেখার পরেই তার মনে হয়, এই অভিনব ব্যাপার দেশের বুকে করলে কেমন হয়! তারপর দু-বছর ধরে কল্পনাকে বাস্তব রূপ দিয়েছেন নিখিল। জার্মানি থেকে প্রশংসাপত্র নিয়েছেন নিরাপত্তার। ক্রেনের আদল দুবাইয়ের স্টাইলে। নিখিল জানিয়েছেন, বাচ্চা বা গর্ভবতীকে ৪ ফুটের বেশি ওপরে উড়তে দেয়া হয় না। সিটে বসার পরেই সিট বেল্ট বেঁধে দেয়া হয়। এছাড়া তিনবার পরীক্ষা করার পর আকাশে ওড়ে টেবিল। 

আজকের খুলনা
আজকের খুলনা