• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

উন্নত জাতের আলু চাষের উপর কৃষক মাঠ দিবস

আজকের খুলনা

প্রকাশিত: ১৩ মার্চ ২০২০  

খুলনার কয়রায় নতুন উদ্ভাবিত উচ্চ ফলনশীল পরির্বতনশীল আবহাওয়া উপযোগি আলুর জাতের মাঠ প্রদর্শনীর উপর কৃষক মাঠ দিবস পালন করা হয়েছে।

সরেজমিন গবেষনা বিভাগ খুলনার উদ্যোগে ও কন্দাল ফসল গবেষনা কেন্দ্র গাজীপুরের সহযোগিতায় শুক্রবার বিকাল ৩ টায় ২নং কয়রা গ্রামের আয়ুব আলীর বাড়িতে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরেজমিন গবেষনা বিভাগ খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. হারুন অর রশিদ।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কন্দাল ফসল গবেষনা কেন্দ্র গাজীপুরের পিএসও ও প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ড. বিমল চন্দ্র কুন্ডু, কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির।

সরেজমিন গবেষনা বিভাগ খুলনার এমএলটি সাইট কয়রার বৈজ্ঞানিক সহকারি মোঃ জাহিদ হাসানের পরিচালনায় মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনোয়ার হোসেন, এ্যাডঃ আনিছুর রহমান, সিনিয়র সাংবাদিক সরদার হারুন অর রশিদ, রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু,শাহজাহান সিরাজ, জাহাঙ্গীর কবির টুলু, স্থানীয় কৃষক শফি শেখ, কৃঞ্চা ঢালী প্রমুখ।

মাঠ দিবস অনুষ্ঠানে কয়রার কৃষকরা জানায় এই বছর বিনা চাষে আলু চাষ করে অধিক ফসল উৎপাদন করতে পেরেছে। এ বছরের তুলনায় আগামীতে বিনা চাষে আলু লাগানোর কাজে অনেক কৃষকরা ঝুকে পড়বে। তাই কৃষি বিভাগকে সার্বিক সহযোগিতার দাবি জানান কৃষকরা।

আজকের খুলনা
আজকের খুলনা