• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

ঈদের আগেই চীনা টিকা পাওয়ার প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর

আজকের খুলনা

প্রকাশিত: ৫ মে ২০২১  

পবিত্র ঈদুল ফিতরের আগেই চীন থেকে টিকা পাওয়ার প্রত্যাশা করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ঈদের আগে টিকা দেয়ার জন্য চীন সরকার কাজ শুরু করেছে।

মঙ্গলবার গণমাধ্যমকে তিনি আরো বলেন, ঢাকার চীনা রাষ্ট্রদূতও এ বিষয়ে আশ্বাস দিয়েছেন। আমরা এ বিষয়ে আশাবাদী।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, চীনে মে দিবসের পাঁচদিনব্যাপী ছুটি চলছে। এ ছুটি ৫ মে শেষ হবে। ছুটির কারণে সেখানে সব কিছু বন্ধ রয়েছে।

তিনি আরো বলেন, এছাড়া আমরা ভ্যাকসিন পেতে বিভিন্ন দেশের সঙ্গেও যোগাযোগ করেছি। টিকা পেতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা চলছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জেনেছি যুক্তরাষ্ট্রের কাছে অ্যাস্ট্রাজেনেকার ৬০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন রয়েছে। আমরা চিঠির মাধ্যমে তাদের কাছে ভ্যাকসিন চেয়েছি।

এর আগে সোমবার স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক জানিয়েছিলেন ১০ মে’র মধ্যে চীন থেকে করোনার টিকা আসবে।

আজকের খুলনা
আজকের খুলনা