• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

ঈদযাত্রায় স্বস্তি দিতে খুললো ভুলতা ফ্লাইওভার

আজকের খুলনা

প্রকাশিত: ১০ আগস্ট ২০১৯  

ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি যেন না হয় এবং ঈদযাত্রা যানজটমুক্ত হয়, সেজন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

আজ কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই এ সেতু খুলে দেওয়া হয়। এতে মহাসড়কে যানবাহনের চাপ কমে যায়।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) রফিকুল হক জানান, আমরা গত দু’দিন ধরেই খুব চেষ্টা করেও যানজট নিয়ন্ত্রণে আনতে পারছিলাম না। ফ্লাইওভারটি খুলে দেওয়ার ফলে যানজট একেবারেই নেই।

ভুলতা ফ্লাইওভারের প্রকল্প পরিচালক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবুল সালেহ মো. নুরুজ্জামান জানান, পাট ও বস্ত্রমন্ত্রী এ সংসদীয় আসনের এমপি গোলাম দস্তগীর গাজী, জেলা ট্রাফিক বিভাগ ও স্থানীয়রা এখানকার যানজটের অবস্থা দেখে আমাদেরকে বারবার অনুরোধ করছিলেন, যেন ফ্লাইওভারটি খুলে দেওয়া হয়। আমরা এটি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি ও তাদের নির্দেশমত এটি খুলে দিয়েছি। এতে করে যানজট নেই বললেই চলে।

নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোল্লা তাসলিম হোসেন জানান, ঢাকা-সিলেট মহাসড়কের যে যানজটটি এখানে ছিল সেটি এখন একেবারেই নেই। ফ্লাইওভারটি খুলে দেয়ায় আমাদের জন্য উপকার হয়েছে পাশাপাশি ঘরমুখো মানুষের স্বস্তি এসেছে।

আজকের খুলনা
আজকের খুলনা