• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ইসলামের দাওয়াতে বিশ্বনবির যে চিঠি জর্ডানে সংরক্ষিত

আজকের খুলনা

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২০  

ইসলামের বার্তাবাহক হজরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইসলামের দাওয়াত পৌছে দিতে তিনি চষে বেড়িয়েছেন পবিত্র নগরী মক্কা-মদিনাসহ আরবের অনেক শহর। ইসলামের দাওয়াত নিয়ে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে বিশেষ দূত মারফত চিঠি পাঠিয়েছেন। রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছেও তিনি চিঠি পাঠিয়েছেন। আজও সেসব চিঠিসহ ও অনেক নির্দশন পৃথিবীর বুকে বিদ্যমান।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এসব কার্যক্রম ছিল মদিনায় তাঁর পরিচালিত শাসন ব্যবস্থায় স্বাধীন রাষ্ট্র পরিচালনা, ইসলামের দাওয়াত নিয়ে চিঠি ও প্রতিনিধি প্রেরণের শ্রেষ্ঠ সময়। আল্লাহ তাআলা তাঁকে যে মিশন নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, এগুলো ছিল তার বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা বলেন-
هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ
তিনিই সেই মহান সত্ত্বা, যিনি তাঁর রাসুলকে পথ নির্দেশ ও সত্য জীবন ব্যবস্থা দিয়ে পাঠিয়েছেন; যাতে একে (সত্য ধর্ম ইসলামকে) সব ধর্ম তথা জীবন ব্যবস্থার উপর প্রবল করে দেন; যদিও মুশরিকরা তা অপছন্দ করে।' (সুরা সফ : আয়াত ১৯)

এ মিশন বাস্তবায়নে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে, সাহাবায়েকেরামের মাধ্যমে বিশেষ দূত প্রেরণ করে, চিঠি দিয়ে আরব সম্রাজ্যের বিভিন্ন দিকে দিকে ইসলামের দাওয়াত পাঠিয়েছেন। সত্য ও ন্যয়ের দিকে আহ্বান করেছেন। এর অনন্য দৃষ্টান্ত রোমের সম্রাট হিরাক্লিয়াসের কাছে পাঠানো সেই ঐতিহাসিক চিঠি। যে চিঠিতে আজও খতমে নবুয়তের সীল দেয়া রয়েছে। যা বর্তমানে জর্ডানের জাদুঘরে সংরক্ষিত রয়েছে।ইসলামের দাওয়াত দেয়া সেই চিঠিতে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা লিখেছিলেন। তাহলো-
‘বিসমিল্লাহির রাহমানির রাহিম-
আল্লাহর বান্দা ও রাসুল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পক্ষ থেকে রোম সম্রাট হিরাক্লিয়াস বরাবর। ন্যায়ের পথের অনুসারীদের প্রতি সালাম। অতপর আমি আপনাকে ইসলামের দিকে আহ্বান করছি। যদি প্রশান্তি লাভ করতে চান, তবে ইসলাম গ্রহণ করুন। যদি আপনি ইসলাম গ্রহণ করেন, তবে আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিদান দেবেন। আর যদি প্রত্যাখ্যান করেন, তবে আপনার সব প্রজাসাধারণের পথভ্রষ্টতার দায় আপনার ওপরই বর্তাবে।

(অতপর তিনি লেখেন)-
হে আহলে কিতাবের অনুসারিরা! বিতর্কিত সব বিষয় স্থগিত কর; আমরা এমন এক বিষয়ে (তাওহিদ তথা আল্লাহর একত্ববাদের বিষয়ে) ঐকমত্যে পৌঁছেছি। যাতে তোমাদের ও আমাদের মধ্যে কোনো মতপার্থক্য নেই। আর তা হচ্ছে-
‘আমরা এক আল্লাহ ছাড়া আর কারও ইবাদত করব না; যদি এ বিষয়গুলো আপনি অস্বীকার করেন, তবে শুনে রাখুন, সব অবস্থায় আমরা আল্লাহর একত্ববাদের বিশ্বাসে অবিচল থাকব।’

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলামের সঠিক জীবন ব্যবস্থায় আশ্রয় গ্রহণে এভাবে সাধারণ মানুষ থেকে শুরু করে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

রোম সম্রাট হিরাক্লিয়াসকে লেখা ঐতিহাসিক সে চিঠি আজও জর্ডানের জাদুঘরে সংরক্ষিত রয়েছে। ইসলাম ও মুসলমানদের মধ্যে যারা দাওয়াতে দ্বীনের কাজে সম্পৃক্ত, এ চিঠি তাদের জন্যসহ মুসলিম উম্মাহর জন্য প্রেরণার উৎস।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর শেখানো পদ্ধতি ও চিঠির ভাষায় ইসলামের দাওয়াতের প্রচার প্রচারণায় অংশগ্রহণ করার তাওফিক দান করুন। আমিন।

আজকের খুলনা
আজকের খুলনা