• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইসলামিক জিহাদের

আজকের খুলনা

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯  

ফিলিস্তিনের গোষ্ঠী ইসলামিক জিহাদের কমান্ডার বাহা আবু আল-আতা মঙ্গলবার সকালে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। গোষ্ঠীটি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আল-আতার মৃত্যুর খবর নিশ্চিতের পর ইসলামিক জিহাদ ইসরায়েলে রকেট হামলা শুরু করে। এই ঘটনায় তেল আবিবের কাছের হলন ও রিশোন লেজিয়ন এলাকায় সাইরেন বাজানো হয়।

কমান্ডার বাহা আবু আল-আতার মৃত্যুর পর একটি বিবৃতি দিয়েছে ইসলামিক জিহাদ। তারা জানান, এই ধরনের সন্ত্রাসী কাজ যুদ্ধেরই সূত্রপাত। আমরা ফিলিস্তিনের জনগণের মর্যাদা রক্ষায় সাহসের সঙ্গে জাবাব দেব। আর এতে যদি কোনো যুদ্ধ বেঁধে যায় তাহলে তার জন্য দায়ী থাকবে ইসরায়েল।

ইসলামিক জিহাদ গাজা উপত্যকা শাসন করে। ৪২ বছর বয়সী আল-আতার ওপর হামলার চরম প্রতিশোধ নেওয়া কথা জানান তারা। বিবৃতি জানানো হয়, আল-আতাকে হত্যার শাস্তি অবশ্যই ইসরায়েলের পেতে হবে। ইসলামিক জিহাদের সেক্রেটারি জেনারেল জিয়াদ আল নাখালা বলেন, বাহা আবু আল-আতাকে হত্যা করে ইসরায়েল নিজেদের সীমা লঙ্ঘন করছে। আমরা সর্বশক্তি দিয়ে এই হামলার জাবাব দেব। আমার তাদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি। 

আজকের খুলনা
আজকের খুলনা