• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ইরানের সঙ্গে যুদ্ধ করতে ভয় পাচ্ছে

আজকের খুলনা

প্রকাশিত: ২০ মে ২০১৯  

যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকি ঠেকাতে প্রস্তুত ইরান। ইরানি সেনাবাহিনীর বিশেষায়িত দল রেভ্যুলশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) বা ইসলামি বিপ্লবী বাহিনীর চিফ কমান্ডার হোসেন সালামী রবিবার এ কথা বলেন। খবর সিনহুয়ার।

তিনি বলেন, ইরান বর্তমানে তার অঞ্চলের কাছাকাছি হুমকির মুখোমুখি হচ্ছে এবং আইআরজিসি তা মোকাবেলা করতে প্রস্তুত।

সালামী বলেন, যদিও শত্রুপক্ষ ইরানের সীমান্তের কাছে অবস্থান করছে কিন্তু তাদের যুদ্ধে লিপ্ত হওয়ার ইচ্ছা নেই কেননা তারা ইরানিদের সঙ্গে যুদ্ধ করতে ভয় পাচ্ছে।

আইআরজিসি চিফ কমান্ডার বলেন, আমরা যুদ্ধের পক্ষে নই কিন্তু আমরা যুদ্ধের জন্য ভয়ও পাচ্ছি না।

এদিকে রবিবার এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি যুদ্ধ করতে চায়, তাহলে তা হবে ইরানের আনুষ্ঠানিক সমাপ্তি।

এছাড়া তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে হুমকি দিও না।

আজকের খুলনা
আজকের খুলনা