• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ইভিএমে ত্রুটি নেই, নির্বাচন হবে অংশগ্রহণমূলক : মার্কিন রাষ্ট্রদূত

আজকের খুলনা

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০  

ঢাকা সিটি নির্বাচন অংশগ্রহণমূলক হবে মন্তব্য করে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, আমি ইভিএম দেখেছি। এতে কোনও ত্রুটি নেই। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। রবার্ট মিলার বলেন, আশা করছি, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। ভোটারদেরকে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

ঢাকা সিটি নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কথা জানিয়ে রবার্ট মিলার বলেন, ভোট নিয়ে বাংলাদেশের মানুষ যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি উৎসবপ্রবণ। এটা গণতন্ত্রের জন্য ভালো দিক, ঢাকার দুই সিটি নির্বাচন অংশগ্রহণমমূলক হচ্ছে। কে হারবে, কে জিতবে, তা বড় কথা নয়।

আজকের খুলনা
আজকের খুলনা