• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

ইউনেস্কোর নির্বাহী সদস্য হয়েছে মিয়ানমার

আজকের খুলনা

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯  

প্রথমবারের মত ইউনেস্কোর নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে মিয়ানমার। বুধবার (২০ নভেম্বর) ইউনেস্কোর সদস্য রাষ্ট্রসমূহের ভোটে নির্বাচিত হয় দেশটি। নির্বাচনে মিয়ানমার পায় ১৪২ টি ভোট। যার ফলে ইউনেস্কো মিয়ানমারকে এশিয়া প্যাসিফিক গ্রুপের প্রতিনিধিত্ব করার দায়িত্ব দেয়।

উল্লেখ্য, ইউনেস্কো জাতিসংঘের একটি সহযোগী বিশেষ সংস্থা। বিশ্বে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানো এ সংস্থার কার্যক্রম। ১৯৪৫ সালের নভেম্বরে লন্ডন সম্মেলনে ইউনেস্কো প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। ১৯৪৬ সালে এ সংস্থা জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে। প্যারিসে এর সদর দপ্তর অবস্থিত।

আজকের খুলনা
আজকের খুলনা