• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

আসছে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’

আজকের খুলনা

প্রকাশিত: ২২ মার্চ ২০২১  

অবশেষে এবারের ঈদে মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা সিমলা অভিনীত ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমা। সিনেমাটির শুটিং, ডাবিং, এডিটিং থেকে শুরু করে সব কাজ শেষ। আগামী ঈদুল ফিতরে অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি।

অসম প্রেমের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। এই সিনেমায় সিমলার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ‘ঘেটুপুত্র’ সিনেমা খ্যাত অভিনেতা মামুন। 

২০১৪ সালের আগস্ট মাসে এ সিনেমার শুটিং শুরু করেন নির্মাতা। এর আগে মাঝে এ সিনেমার নাম পরিবর্তন করে রাখা হয় ‘প্রেম কাহন’। কিন্তু সর্বশেষ ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামেই সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক রুবেল আনুশ। 

সিমলা-মামুন ছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, রুমাই নোভিয়া, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ। 

আজকের খুলনা
আজকের খুলনা