• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

‘আশকোনা ক্যাম্পে কোয়ারেনটাইনে থাকা কারও করোনার লক্ষণ নেই’

আজকের খুলনা

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেনটাইনে থাকা কারও মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন ক্যাম্প প্রধান মেজর মো. মোস্তফা কামাল।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এ সংবাদ বিফ্রিংয়ে তিনি একথা জানান।

ক্যাম্প প্রধান বলেন, ‘আমরা গত ১৯ মার্চ এই ক্যাম্পের দায়িত্ব গ্রহণ করেছি। এখানে ১৪টি রুমে ৩০০ জনের ধারণক্ষমতা রয়েছে। বর্তমানে কোয়ারেনটাইনের জন্য উপস্থিত রয়েছেন ৩১ জন প্রবাসী। তাদের মধ্য থেকে আজ ৩ জনকে কোয়ারেনটাইন সময় শেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সনদ দিয়ে ছেড়ে দেওয়া হবে।’

কোয়ারেনটাইন ক্যাম্পে যেসব ফ্যাসিলিটিজ দেওয়া হচ্ছে, তার তথ্য তুলে ধরে ক্যাম্প প্রধান বলেন, ‘এখানে প্রতিটি রুমে ২টি টেলিভিশন দেওয়া হছে। প্রতি তলায় রাউটার দিয়ে হাইস্পিড ব্রডব্যান্ডের ব্যবস্থা করা হয়েছে। চিত্ত-বিনোদনের জন্য রুমগুলোতে একটি করে ক্যারাম বোর্ড দেওয়া হয়েছে। তিন বেলা খাবার, দুই বেলা স্ন্যাকস। চা-কফিসহ অন্য সব দেওয়া হচ্ছে।’

তিনি আরও জানান, প্রতিদিন সকালে কোয়ারেনটাইনে থাকা প্রত্যেককে চিকিৎসকরা চেকআপ করেন। তাদের কোনো শারীরিক সমস্যা হচ্ছে না।’

আজকের খুলনা
আজকের খুলনা