• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

আ’লীগে কোনো অনুপ্রবেশকারী জামায়াত-বিএনপির ঠাঁই হবে না

আজকের খুলনা

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৯  

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী কোনো ব্যক্তির অপকর্মের দায় তার কাধে নিতে চান না। যে কারণে তিনি তার ঘর থেকে দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। আওয়ামী লীগে কোনো দুনীর্তিবাজ, মতলববাজ ও অনুপ্রবেশকারী জামায়াত-বিএনপির ঠাঁই হবে না।

আজ রোববার (০১ ডিসেম্বর) দুপুরে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া আইডিয়াল হাইস্কুল মাঠে শালিখা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুর রহমান বলেন, আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরাই দলের প্রাণ। আগামীতে সৎ, ত্যাগী নেতাকর্মীরাই দলে মূল্যায়িত হবে। 

তিনি বলেন, বিএনপি রাজপথে আন্দোলনের মাধ্যমে তাদের নেত্রীকে মুক্ত করবে। বিএনপির আর রাজপথে আন্দোলন করার শক্তি নেই। তারা এখন জনবিচ্ছিন্ন হয়ে বঙ্গপোসাগরের উত্তাল তরঙ্গে হারিয়ে গেছে। বিএনপি-জামায়াত নামক অশুভ শক্তি আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

শালিখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড শ্যামল কুমার দে’র সঞ্চালনায় ও জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, বাসুদেব কুন্ডু।

সম্মেলনের দ্বিতীয় পর্বে অ্যাডভোকেট শ্যামল কুমার দে সভাপতি ও আরোজ আলী সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

আজকের খুলনা
আজকের খুলনা