• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

আরও দেরি করে হজের সিদ্ধান্ত নেয়ার আহ্বান সৌদির

আজকের খুলনা

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

এ বছর হজের কার্যক্রম দেরি করে শুরু করতে মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব।

রাষ্ট্রীয় টেলিভিশনে মঙ্গলবার দেশটির মন্ত্রী মোহাম্মদ সালেহ বেন্তেন বলেন, ধর্মপ্রাণ মুসলমানদের সেবা দিতে সৌদি আরব সম্পূর্ণ প্রস্তুত।খবর আল-জাজিরার। কিন্তু করোনাভাইরাসের কারণে বর্তমান পরিস্থিতিতে আমরা তাদের সুস্থতা নিয়েও ভাবছি। তাই সব দেশের মুসলিম ভাইদের হজের ব্যাপারে আরও দেরি করে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানাচ্ছি।’

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ভয়ে গত মাসের শুরুতে সৌদি আরব ওমরাহ স্থগিত করে দেয়। পবিত্র শহরগুলোতে সাধারণ মানুষের চলাচলও সীমিত করা হয়।

হজে পাশাপাশি অবস্থান করে অনেক মানুষ ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করেন বলে তাদের স্বাস্থ্য সবসময় গুরুত্ব পায় প্রশাসনের কাছে। আগেও কয়েকটি মহামারীর সময় সাবধানতা অবলম্বন করেছে দেশটি।

সারাবিশ্ব থেকে ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলমান এ বছর হজ পালন করার কথা রয়েছে।

১৮২১ সালে কলেরা ছড়িয়ে পড়লে ২০ হাজার হাজী মারা যান। এরপর ১৮৬৫ সালে আবার কলেরা দেখা দিলে ১৫ হাজার মুসলিম মারা যান।

আজকের খুলনা
আজকের খুলনা