• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

আম্ফানে ক্ষতিগ্রস্তদের ১১ লাখ ইউরো সহায়তা দেবে ইইউ

আজকের খুলনা

প্রকাশিত: ২৬ মে ২০২০  

বাংলাদেশে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তাৎক্ষণিক প্রয়োজনে ১১ লাখ ইউরো সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় এ জোট। 

মঙ্গলবার ঢাকায় ইইউর দূতাবাস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই মানবিক সহায়তা স্বাস্থ্যকর্মীদের মহামারিতে আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা করবে। ইইউ দ্রুতই এই সহায়তা দেয়া করা শুরু করবে। 

অন্যদিকে ভারতে আম্ফানে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ইইউ ৫ লাখ ইউরো সহায়তা ঘোষণা করেছে।  অতি প্রবল ঘূর্ণিঝড় আম্ফান গত ২০ মে দুপুরের পর সুন্দরবনের কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করে।

সে সময় এ ঝড়ের বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার। সেই সঙ্গে ছিল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১০ থেকে ১২ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস। ঘূর্ণিঝড় আম্ফানে গতবছরের বুলবুলের চেয়ে ৩ গুণ বেশি ক্ষতি হয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের। আম্ফানে উপকূলের মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

আজকের খুলনা
আজকের খুলনা