• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

আবারও ফোল্ডেবেল ফোন নিয়ে এল Huawei

আজকের খুলনা

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২০  

Huawei নিয়ে আসছে আবারও ফোল্ডেবেল ফোন। গত বছরই এই কোম্পানিটি প্রথম ফোল্ডেবেল ফোন Huawei Mate X লঞ্চ করেছিল। সেই ফোন চীনেই শুধু মাত্র বিক্রি হয়ে ছিল। আর চলতি বছরে Huawei নিয়ে এসেছে Mate Xs। নতুন ফোল্ডেবেল ডিসপ্লে ব্যবহার করছে Huawei। এই ফোনের দাম শুরু হচ্ছে ২,৪৯৯ ইউরো থেকে। কিন্তু Huawei Mate Xs শুধু চীনে নয় বাইরের দেশেও বিক্রি হবে।

Huawei Mate Xs- এর স্পেসিফিকেশন:

১) এই ফোনে থাকছে Kirin ৯৯০ চিপ।

২) 5G কানেক্টিভিটি থাকছে এই ফোনে।

৩) এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপর চলবে কোম্পানির EMUI 10।

৪) এই ফোনে ডিসপ্লে সুরক্ষার জন্য ব্য়বহার করা হয়েছে অতিরিক্ত স্তর।

৫) Huawei Mate Xs- এ Android 10 অপারেটিং সিস্টেম থাকলেও এই ফোনে থাকছে না কোনও রকম গুগুল সাপোর্ট। তার জায়গায় থাকছে ওপেন সোর্স ভার্সনের অ্যানড্রয়েড।

৬) এই ফোনে ব্যাটারি থাকছে ৪৫০০ mAh।

৭) চার্জের জন্য় থাকছে 55W সুপার চার্জ।

৮) এই ফোনের পিছনে ৬৪ মেগাপিক্সল ক্যামেরা থাকছে।

আজকের খুলনা
আজকের খুলনা