• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

আপত্তিকর কমেন্ট ঠেকাতে টুইটারের নতুন ফিচার

আজকের খুলনা

প্রকাশিত: ২ অক্টোবর ২০১৯  

ডিরেক্ট মেসেজের (ডিএম) ক্ষেত্রে আপত্তিকর মন্তব্য রুখতে নতুন একটি ফিল্টার নিয়ে আসছে টুইটার কর্তৃপক্ষ। এখন থেকে আপনার অ্যাকাউন্টে কেউ আপত্তিকর মন্তব্য করলে সেটি নতুন এই ফিল্টারের মাধ্যমে গোপন করতে পারবেন।

ভারতীয় প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজেটস নাউয়ের এক প্রতিবেদনে বলা হয়, মাইক্রোব্লগিং সাইট টুইটার এক মাস ধরে এই ফিচারের পরীক্ষা চালিয়েছে। তাতে সফলতা পাওয়ায় এবার সব ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মোচন করা হলো।

এ সম্পর্কে টুইটার সাপোর্টে বলা হয়, আমরা পরীক্ষা চালিয়েছি। এই ফিচারের মাধ্যমে আপত্তিকর সবকিছু সরিয়ে ফেলতে পারবেন আপনারা। এ কারণে আইওএস, অ্যান্ড্রয়েড এবং ওয়েবের সব ব্যবহারকারীর জন্য এটি চালু করেছি আমরা।

বলা হচ্ছে, কোনও আপত্তিকর মন্তব্য ব্যবহারকারীর ডিএম ইনবক্সে প্রবেশ করার আগেই সেটিকে ফিল্টার করা হবে। এ কারণে ব্যবহারকারীর কাছে এ ধরনের কোনও মন্তব্য পৌঁছতে পারবে না।

এছাড়া আর কিছুদিনের মধ্যেই ‘কনভারসেশনে’ কোনও আক্রমণাত্মক, ঘৃণামূলক বা বর্ণবাদী রিপ্লাইও সরিয়ে ফেলতে পারবেন ব্যবহারকারীরা। এই ফিচারের মাধ্যমে কিছুই ডিলিট করা যাবে না। তবে গোপন করা যাবে।

বর্তমানে কানাডায় ‘হাইড রিপ্লাই’ নামের এই ফিচারের পরীক্ষা চলছে। এতে সফলতা পাওয়া গেলে বিশ্বের সব টুইটার ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু হবে।  

আজকের খুলনা
আজকের খুলনা