• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

আদমদীঘিতে সহস্র বছর আগের গৌরিপট্টের সন্ধান

আজকের খুলনা

প্রকাশিত: ১০ মার্চ ২০২০  

বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রামে একটি ডোবা খননকালে হিন্দু সম্প্রদায়ের গৌরিপট্টের সন্ধান পাওয়া গেছে। স্থানীয়রা পুলিশে খবর দিলে গতকাল সোমবার বিকেলে তারা রাজাদের আমলের পাথরের এই শিবলিঙ্গের গৌরিপট্ট উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, উপজেলার ছাতিয়ানগ্রাম ঘোষপাড়ায় জনৈক কল্যানের বাড়ির পার্শ্বের একটি জলাশয় (ডোবা) খনন করার সময় ২০০ কেজি ওজনের হিন্দু সম্প্রদায়ের রাজাদের আমলের দীর্ঘদিনের পুরাতন পাথরের শিবলিঙ্গের গৌরিপট্ট (আসন) শ্রমিকরা দেখতে পান। এরপর ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, ইউপি সদস্য সুদেব কুমার ঘোষ, সুবাস চন্দ্র পাথরের এই শিবলিঙ্গের গৌরিপট্ট বা আসন সনাক্ত করেন। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন এই শিবলিঙ্গের আসন পূজা শেষে সন্ধ্যায় আদমদীঘি থানায় হস্তান্তর করেন।

স্থানীয় কলেজ শিক্ষক নারায়ন চন্দ্র জানিয়েছেন, গৌরিপট্টটি হাজার বছর আগের বলে ধারণা করা হচ্ছে। ওই সময় সেন বংশের রাজত্ব ছিল এখানে। 

আজকের খুলনা
আজকের খুলনা