• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

আইপিএল কোটিপতি বানাল যে কিশোরকে

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮  

যুবরাজ সিংকে নিলামের প্রথমপর্বে কেউ কেনেনি। পরে মুম্বাই ইন্ডিয়ানস তাঁকে কিনলেও ভিত্তি মূল্য ১ কোটি রুপির এক পয়সাও বেশি দিয়ে নয়। যুবরাজ না হয় কোনোভাবে দল পেলেন, ডেল স্টেইনের কথা একবার ভাবুন। বয়স ৩৫ টপকে গেলেও এই প্রোটিয়া এখনো বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার। অথচ কাল আইপিএলের নিলামে তাঁকে কেউ কিনল না! ব্রেন্ডন ম্যাককালাম ও অ্যাঞ্জেলো ম্যাথুসেরও একই কপাল। আবার সেই একই নিলামের মঞ্চে কৈশোর না পেরোতেই এক ক্রিকেটার বনে গেছেন কোটিপতি!

প্রয়াস রায় বর্মণ—আইপিএল নিলামের আগে এই ক্রিকেটার সমন্ধে কজন জানতেন? ভারতের ঘরোয়া ক্রিকেটে বিশেষ করে পশ্চিমবঙ্গে হয়তো তাঁর পরিচিতি আছে। কিন্তু ভারতের বাইরে নিশ্চিতভাবেই নামটা সেভাবে পরিচিত নয়। তবে এখন আর এ কথা বলার উপায় নেই। ১৬ বছর বয়সী এই লেগ স্পিনারের বন্ধু-বান্ধব এখনো স্কুলপড়ুয়া। আর প্রয়াস কিনা আইপিএলের কল্যাণে কৈশোরেই হয়ে গেলেন কোটিপতি—তাও যেন-তেন কোটিপতি নয় একেবারে আইপিএলের ইতিহাসেরই সর্বকনিষ্ঠ কোটিপতি!

বাংলার এই ক্রিকেটার ব্যাটিংও বেশ ভালোই পারেন। যদিও স্পিনার হিসেবেই তাঁর পরিচিতি বেশি। বিজয় হাজারে ট্রফিতে এ বছরের শুরুতে অভিষিক্ত হয়ে ৯ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন প্রয়াস। এতেই নজরে পড়ে যান আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দলগুলোর। কাল নিলামে তা ভালোই বোঝা গেল। প্রয়াসের ভিত্তি মূল্য ছিল ২০ লাখ রুপি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই দাম ১ কোটি ১০ লাখ রুপিতে তুলে তাঁকে প্রায় কিনেই নিচ্ছিল। ঠিক তখনই বাগড়া দিয়ে বসে কিংস ইলেভেন পাঞ্জাব। প্রয়াসকে কিনতে বেঙ্গালুরুর সঙ্গে সংক্ষিপ্ত একটি ‘মল্লযুদ্ধ’-ই হয়ে যায় পাঞ্জাবের। শেষ পর্যন্ত দেড় কোটি রুপিতে প্রয়াসকে কিনে জিতেছে বেঙ্গালুরুই।

৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার প্রয়াসকে ভারতীয় ক্রিকেটে অনেকেই ‘পরবর্তী কুম্বলে’ বলে মনে করছেন। আদর্শ শেন ওয়ার্ন হলেও অস্ট্রেলিয়ান কিংবদন্তির মতো বলে ইয়া বড় বাঁক খাওয়ানোর কৌশল তাঁকে টানেনি। বরং বাতাসে কিছুটা দ্রুত আর নিখুঁত লাইন-লেংথ ধরে রাখতেই বেশি পছন্দ করেন প্রয়াস—আর এ কারণেই তাঁর বোলিংয়ে কুম্বলেকে মনে পড়েছে ভারতের ক্রিকেট বিশ্লেষকদের। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই বয়সেই কোটিপতি বনে যাওয়ার চেয়ে প্রয়াসকে বেশি টানছে বিরাট কোহলির সঙ্গে ড্রেসিং রুম ভাগ করে নেওয়ার রোমাঞ্চ।

প্রয়াসের মুখেই শুনুন, ‘ভারতের যে কোনো তরুণ ক্রিকেটারের জন্য বিরাট কোহলি আদর্শ। তাঁর সঙ্গে ছবি তোলার স্বপ্ন পুষে রেখেছি বহু দিন ধরে। কিন্তু অনেক চেষ্টা করেও তা পারিনি। এখন নিজের এই আদর্শ ক্রিকেটারের সঙ্গে ড্রেসিং রুম ভাগ করে নেব—যা আমার কাছে অবিশ্বাস্য ব্যাপার। কোহলি কিংবা ডি ভিলিয়ার্সের মতো ক্রিকেটারের সঙ্গে প্রতিদিন অনুশীলন করতে পারাটা আমার জন্য শেখার খুব বড় মাধ্যম।’

বেঙ্গলের বয়সভিত্তিক ক্রিকেটে বেড়ে ওঠা প্রয়াসের বাবা কৌশিক রায় বর্মণ পেশায় চিকিৎসক। ছেলের ক্রিকেট খেলায় তিনি কোনো বাধা দেননি। বরং উৎসাহই জুগিয়েছেন। আইপিএলে দল পাওয়ার পর প্রয়াসের কাছে প্রচুর ফোন এসেছে। তবে প্রথম ফোনটি করেছিলেন তাঁর বাবা। ছেলেকে তিনি কি বলেছেন সে কথা প্রয়াসের মুখেই শুনুন, ‘দেশের হয়ে খেলতে পারাই হবে তোমার আসল অর্জন। টাকা-পয়সা নিয়ে একদম ভাববে না।’

আজকের খুলনা
আজকের খুলনা