• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

অ্যাপে ৬৪ উপজেলার বোরো ধান, ১৬টিতে চাল কিনবে সরকার

আজকের খুলনা

প্রকাশিত: ১১ মার্চ ২০২০  

আগামী বোরো মৌসুমে অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে ৬৪ জেলার একটি করে উপজেলায় ধান ও ১৬ উপজেলায় মিলারদের কাছ থেকে চাল কিনবে সরকার। বুধবার সচিবালয়ে আমন সংগ্রহ নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। আমনে অ্যাপের মাধ্যমে সাভার, গাজীপুর সদর, ময়মনসিংহ সদর, জামালপুর সদর, ব্রাহ্মণবাড়িয়া সদর, কুমিল্লা সদর দক্ষিণ, বরিশাল সদর, ভোলা সদর, নওগাঁ সদর, বগুড়া সদর, রংপুর সদর, দিনাজপুর সদর, ঝিনাইদাহ সদর, যশোর সদর, হবিগঞ্জ সদর ও মৌলভীবাজার সদর উপজেলায় কৃষকের কাছ থেকে ধান কেনা হয়।

খাদ্যমন্ত্রী বলেন, ‘কৃষকদের কাছ থেকে ধান কেনার ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীরা যাতে না আসতে পারে, সেজন্য লটারির ব্যবস্থা চালু করা হয়েছে। এটাকে আরও গ্রহণযোগ্য করার জন্য ১৬টি উপজেলায় (১৬ জেলার) অ্যাপের মাধ্যমে ধান ক্রয় করেছি। আমরা এটাতে সাকসেসফুল হয়েছি। আমরা আশা করছি, সামনের বোরোতে বাকি (৪৮ জেলার) ৪৮টি উপজেলাকে অ্যাপের আওতায় নিয়ে আসব পাইলট আকারে। যাতে পরবর্তী সময়ে সবগুলোতে পাইলট আকারে নিয়ে আসতে পারি।’

পরে খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, বোরোতে ধান কেনার জন্য ৬৪ জেলায় একটি করে উপজেলায় পাইলট করা হবে। আর ১৬টি জেলায় সংগ্রহের ক্ষেত্রে পুরোপুরি অ্যাপ চালু করতে সমস্যা হবে এ জন্য যে, কম্পিউটার কাউন্সিল এই সফটওয়্যারটা তৈরি করেছে। তারা বলেছে, একসঙ্গে প্রচুর সংখ্যক কৃষক হিট করলে বা রেজিস্ট্রশন করলে এটি হ্যাং হয়ে যাবে। এ জন্য আমরা ক্যাপাসিসি বাড়িয়ে আস্তে আস্তে এগোচ্ছি।’ আমনে অ্যাপের মাধ্যমে ১৬ উপজেলার ধান কেনায় সফলতা আসায় আগামী বোরো মৌসুম থেকে এই উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজকের খুলনা
আজকের খুলনা