• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

অসুস্থ ২৮ মুক্তিযোদ্ধাকে ফ্রি চিকিৎসা দিচ্ছে ভারত

আজকের খুলনা

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮  

বাংলাদেশের অসুস্থ ২৮ মুক্তিযোদ্ধাকে ফ্রি চিকিৎসা সহায়তা দিচ্ছে ভারত। ভারতের দুটি আর্মি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। বুধবার বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন চিকিৎসারত মুক্তিযোদ্ধাদের দেখতে হাসপাতালে যান ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। তিনি অসুস্থ মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। জানা গেছে, তারা গত সপ্তাহে ভারতে যান। ২৮ জনের মধ্যে ১৩ জনকে নয়াদিল্লির আর্মি হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের পুণে আর্মি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

তাদের চিকিৎসার পুরো খরচ ভারত সরকার বহন করছে। মুক্তিযোদ্ধারা ভারত সরকারের এমন উদ্যোগের বিষয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন। এর আগে ২০১৭ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, ১৯৭১ সালের যুদ্ধে অংশগ্রহণকারী ১০০ মুক্তিযোদ্ধাকে চিকিৎসা দেবে ভারত সরকার।

আজকের খুলনা
আজকের খুলনা