• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

অসহায় সুবিধাবঞ্চিত পরিবারদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী

আজকের খুলনা

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

করোনা ভাইরাস (COVID-19) সৃষ্ট পরিস্থিতিতে নৌবাহিনীর সহায়তা ভাইরাসের প্রাদুর্ভাবে অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষ চাতক পাখির মত দিন গুনছে কবে তাদের রোজগার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। দেশের এমন ক্লান্তিলগ্নে খুলনায় অসহায় সুবিধাবঞ্চিত পরিবারদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ সকালে বুধবার ( ১ এপ্রিল) খুলনার লবণচরায় বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি "স্কুল অফ লজিস্টিক এন্ড মেনেজমেন্ট" এর পক্ষ থেকে স্থানীয় রুপসা ব্রীজ, মোক্তার হোসেন সড়ক, মাথাভাঙ্গা পুটিমারি ও আশেপাশের ৩০০ অসহায় দুঃস্থ পরিবারের মধ্যে চাল-ডাল-তেল-লবণ আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। বাংলাদেশ নৌবাহিনী এ ধরনের পদক্ষেপ সবসময়ের মত বর্তমানেও চলমান থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এসময়ে উপস্থিত ছিলেন খুলনা নৌঅঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, ঘাঁটির অধিনায়ক এবং অন্যান্য নৌ কর্মকর্তা, জেসিও'স সহ নাবিক বৃন্দ ।

 

আজকের খুলনা
আজকের খুলনা