• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

অমুসলিমের দেয়া হাদিয়া-গিফট গ্রহণের হুকুম কী?

আজকের খুলনা

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯  

প্রশ্ন: কোনো অমুসলিম এর দেওয়া হাদিয়া গ্রহণ করা জায়েয হবে কি না। অথবা কোনো অমুসলিম মনিব যদি তার কর্মচারিকে বেতন ছাড়া অন্য কোনো কিছু হাদিয়া দেয় তবে তা গ্রহণ করা যাবে কি না। বিস্তারিত জানালে খুমি হব।

উত্তর: অমুসলিম ব্যক্তি বা মালিকের দেয়া বৈধ হাদিয়া গ্রহণে কোনো সমস্যা নেই।

আবূ হুরাইরাহ্ (রাঃ) নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন যে, ইবরাহীম (আঃ) (স্ত্রী) সারাকে নিয়ে হিজরাতকালে এমন এক জনপদে উপস্থিত হলেন, যেখানে ছিল এক বাদশাহ অথবা রাবী বলেন, প্রতাপশালী শাসক। সে বলল, সারার কাছে উপহার স্বরুপ হাজিরাকে দিয়ে দাও।
নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ মিশানো বকরীর গোশত হাদিয়া দেয়া হয়েছিল।

আবূ হুমইদ (রহঃ) বলেন, আয়েলার শাসক নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি সাদা খচ্চর উপহার দিয়েছিলেন, প্রতিদানে তিনি তাকে একটি চাদর দিয়েছিলেন আর সেখানকার শাসক হিসাবে তাকে নিয়োগ পত্র লিখে দিয়েছিলেন। [সহীহ বুখারী, হাদীস নং-১৬১৪, ইফবা-২৪৪০]
 

আজকের খুলনা
আজকের খুলনা