• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

অবৈধ হ্যান্ডসেটের মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করবে বিটিআরসি

আজকের খুলনা

প্রকাশিত: ৯ মার্চ ২০২০  

অবৈধ হ্যান্ডসেটের মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি।

মোবাইল হ্যান্ডসেট কেনার আগে ক্রেতাদের 'আইএমইআই' বৈধতা যাচাই ও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

প্রকাশিত প্রেসবিজ্ঞপ্তিতে সংস্থাটি আরো জানিয়েছে- ২০১৯ সালের পহেলা আগস্ট থেকে যেসব নকল ও ক্লোন হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্কে যুক্ত হয়েছে সেগুলো অচিরেই সংযোগ বিচ্ছিন্ন করা হবে।  

 

বিজ্ঞাপ্তিতে বলা হয়- মোবাইল হ্যান্ডসেট কেনার আগে মেসেজ অপশন থেকে KYD লিখে স্পেস দিয়ে আইএমইআই নম্বর দিয়ে ১৬০০২ নম্বরে পাঠিয়ে বৈধতা যাচাই করতে পারবেন ক্রেতারা।  

এছাড়াও, বিক্রেতার কাছ থেকে ক্রয় রশিদ গ্রহণ ও সংরক্ষণের জন্য অনুরোধ জানিয়েছে বিটিআরসি। অচিরেই স্থাপিতব্য 'ন্যাশনাল ইকুয়েপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার' প্রযুক্তির মাধ্যমে অবৈধ হ্যান্ডসেটের মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করবে বিটিআরসি।

আজকের খুলনা
আজকের খুলনা