• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

অনুশীলনে ফিরেও স্বস্তিতে নেই মিঠুন

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ জুলাই ২০২০  

দীর্ঘদিন পর টাইগার ক্রিকেটারদের জন্য দেশের ভিন্ন চারটি ভেন্যুতে অনুশীলন করার ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (১৯ জুলাই) থেকেই মাঠে নেমেছেন মুশফিক-মিঠুনরা। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইনডোরে অভ্যস্ত মিঠুন জানালেন আউটডোরে অনুশীলন করাটা মানিয়ে নিতে হবে।

সর্বশেষ গত মার্চ মাসের ১৬ তারিখ মাঠে নেমেছিলেন টাইগার ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। এরপর করোনা প্রাদুর্ভাবের কারণে ঢাকা প্রিমিয়ার লিগ বন্ধ হয়ে গেলে চার মাস ঘরে বন্দী ছিলেন। মিরপুরের ভেন্যুতে অনুশীলন করেছেন মিঠুন। তবে মাঠে ফিরেও স্বস্তিতে নেই। অভ্যস্ততা যে চলে এসেছে ইনডোর অনুশীলনেই!

বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশের ক্রিকেট কবে ফের মাঠে ফিরবে তার কোনো হদিশ নেই। ক্রিকেটাররা এতদিন বাসায় বসেই ফিটনেস ঠিক রাখার কাজ করেছেন। এবার তাদের আউটডোর অনুশীলনের সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দেশের চার ভেন্যুতে মোট ৯ জন ক্রিকেটারকে অনুশীলনের সুযোগ করে দিয়েছে বিসিবি। মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবেন মুশফিকুর রহিম, শফিউল ইসলাম ও মোহাম্মদ মিঠুন।

মিঠুন এক ঘণ্টা ব্যাটিং শেষে একাডেমি মাঠে করেছেন রানিং। এতদিন ঘরে ফিটনেস ট্রেনিং নিয়ে ব্যস্ত থাকার পর আউটডোরে অনুশীলন মানিয়ে নিতে কষ্ট হবে বলে জানান তিনি।

‘আমরা দীর্ঘ ৪ মাস পর আজ মাঠে ফিরেছি। ব্যাটিং-রানিং সব কিছুই একটু কঠিন মনে হচ্ছে। এতোদিন সব ইন্ডোরে করেছি, এখন বাইরে। একটু সময় লাগবে। আশা করছি যতদিন যাবে সব কিছুই আগের মতো ফিরে পাব।’

অন্যদিকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করতে এসেছিলেন কাজী নুরুল হাসান সোহান। চট্টগ্রামে ভারী বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেননি নাঈম হাসান।

আজকের খুলনা
আজকের খুলনা