• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

অতিরিক্তি ফি আদায় বন্ধে বগুড়ায় বিক্ষোভ

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯  

ভর্তি ও সেশন ফি’র নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। পরে এ দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জাসদ ছাত্রলীগ, ছাত্র মৈত্রী, যুব ইউনিয়ন, জাতীয় যুব জোট, যুব মৈত্রী, উদীচী শিল্পী গোষ্ঠী ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) স্থানীয় নেতাকর্মীরা শহরের জিরো পয়েন্ট থেকে মিছিল বের করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বটতলায় সমাবেশের পর জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়।

সাধারণ অভিভাবকদের পক্ষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি ও আওয়ামী লীগের পৌর কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান আকন্দ।

আন্দোলনকারীদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ জানান, নির্ধারিত ফি গ্রহণের বিষয়ে যেহেতু আদালতের নির্দেশনা রয়েছে, তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য চিঠি দেওয়া হচ্ছে।

এদিকে আন্দোলনকারীরা বলেছেন, এরপরেও যদি কোনো প্রতিষ্ঠান আদালতের আদেশ অমান্য করে তবে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

আজকের খুলনা
আজকের খুলনা