• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

অকারণে বাইরে ঘোরাফেরা করায় ৭৩ জনের জরিমানা

আজকের খুলনা

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২০  

অকারণে বাইরে ঘোরাফেরা করা, নির্দিষ্ট সময়ের পর দোকান খোলা, জনসমাগম সৃষ্টি ও আড্ডা দেয়াসহ বিভিন্ন অভিযোগে সিরাজগঞ্জে ৭৩ জনকে ৫৫ হাজার ৬০০ টাকা  জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (১১ এপ্রিল) সকালে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন।

তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শুক্রবার (১০ এপ্রিল) সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলার সদর, বেলকুচি,  উল্লাপাড়া ও তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।  

অভিযান চলাকালে নিষেধাজ্ঞা অমান্য করে অকারণে বাইরে ঘোরাফেরা, দোকান খোলা রাখা, জনসমাগম সৃষ্টি করাসহ বিভিন্ন অভিযোগে ৭৩ জনকে ৫৬ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।    

এ সময় করোনার সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও বিনা কারণে ঘর থেকে বের না হতে জনসাধারণকে পরামর্শ দেয়া হয়।  

আজকের খুলনা
আজকের খুলনা