• সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৫ ১৪৩১

  • || ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

ঐতিহাসিক জয়ে শান্তকে ড. ইউনূসের ফোন

আজকের খুলনা

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৪  

ওয়ালপিন্ডিতে সাদা পোশাকে নতুন রূপকথা লিখেছে বাংলাদেশ। প্রথমবার টেস্টে পাকিস্তানের বিপক্ষে অর্জন করেছে সিরিজ জয়ের গৌরব। এমন ঐতিহাসিক সিরিজ জয়ের পরপরই বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের জয়ের পর খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস মঙ্গলবার জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে অভিনন্দন জানান। ‘সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাঁতি তোমাদের নিয়ে গর্বিত’ বলেন প্রধান উপদেষ্টা, বাংলাদেশ দ্বিতীয় টেস্টে রাওয়ালপিন্ডিতে ছয় উইকেটে জয়লাভ করার পরপরই শান্তকে ফোনে। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জয় করে। তিনি বলেন, বাংলাদেশ দল দেশে ফেরার পর তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে।

আজকের খুলনা