• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

খুলনা ও রাজশাহীতে দ. আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ

আজকের খুলনা

প্রকাশিত: ১ জুন ২০২৩  

পাকিস্তানের পর এবার দক্ষিণ আফ্রিকা যুব দলকে আতিথেয়তা দেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পাঁচ ওয়ানডে খেলতে আগামী ৩ জুলাই বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকার যুবারা। খেলা হবে খুলনা ও রাজশাহীতে।

খুলনায় তিনটি ও রাজশাহীতে দুইটি ম‌্যাচ খেলবে দুই দল। বুধবার দুপুরে দ্বিপক্ষীয় সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। অতিথিরা বাংলাদেশে পা রেখে সেদিনই চলে যাবেন খুলনায়। ৪ ও ৫ জুলাই অনুশীলনের পর ৬ জুলাই প্রথম ওয়ানডে খেলবে দুই দল। এই ম‌্যাচ দিয়ে বহুদিন পর প্রতিদ্বন্দ্বীতামূলক ক্রিকেট ফিরবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। ৯ ও ১১ জুলাই একই মাঠে অনুষ্ঠিত হবে পরের দুই ওয়ানডে।

১২ জুলাই দুই দল একসঙ্গে রাজশাহী ভ্রমণ করবে। সেখানে শেষ দুই ওয়ানডে হবে ১৪ ও ১৭ জুলাই। প্রোটিয়া যুবাদের ষোলোদিনের সফর শেষ হবে ১৮ জুলাই।

পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ একদমই বাজে কেটেছে বাংলাদেশের। ওয়ানডে সিরিজ ৪-১ ব‌্যবধানে হারের পর হেরেছে একমাত্র টি-টোয়েন্টি ম‌্যাচও। ২০১৫ সালের পর বাংলাদেশ আবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে।

এর আগে বাংলাদেশ একবার দক্ষিণ আফ্রিকা সফর করেছিল। প্রোটিয়ারাও এসেছিল একবার। দুটো সিরিজই বাংলাদেশ জিতেছিল ৬-১ ও ৫-২ ব‌্যবধানে। এবার ঘরের মাঠে কেমন করে সেটাই দেখার।

আজকের খুলনা
আজকের খুলনা