• সোমবার   ২৭ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৩ ১৪২৯

  • || ০৫ রমজান ১৪৪৪

আজকের খুলনা

আইসিসির কভার ফটোতে বাংলাদেশ ক্রিকেট দল

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩  

ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক টি-২০তে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের সঙ্গে চারবারের দেখায় তিন জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিশ্বমঞ্চে হেরে গেলেও ঘরের মাঠে ইংলিশদের রীতিমতো তুলোধুনো করে ছাড়লো টাইগাররা। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এ যেনো এক অন্য টাইগারদের দেখলো গোটা দেশ।

এই সিরিজের ব্যাটে বলে অনবদ্য পারফরম্যান্স করেছে গোটা টাইগার দল। ফলে বাংলাদেশের এমন ঐতিহাসিক জয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির অফিশিয়াল ফেসবুকের কভার ফটোতে এখন শোভা পাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ছবি।

মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ ১৬ রানে জিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতে বাংলাদেশ। ইংল্যান্ডকে বিধ্বস্ত করার পর বাংলাদেশের সিরিজ জয়ের উদযাপনের ছবিটি নিজেদের ফেসবুক কভার ফটোতে আপলোড করেছে আইসিসি।

বুধবার সকালে নিজেদের টাইমলাইনে ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়ের উদযাপনের আরো একটি ছবি আপলোড করেছে আইসিসি। সেই ছবির ক্যাপশনে আইসিসি লিখেছে, ‘যেকোনো ফরম্যাটে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের এবং হোয়াইটওয়াশও করেছে।’

আজকের খুলনা
আজকের খুলনা