• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

মুশফিক-লিটনের জোড়া ফিফটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ মে ২০২২  

২৪ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের। রানের খাতা না খুলেই সাজঘরে ফিরতে হয় তিন ব্যাটারকে। টপ আর মিডল-অর্ডার যখন লণ্ডভণ্ড তখন মুশফিকুর রহিম আর লিটন দাসের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

চট্টগ্রাম টেস্টে ৮৮ রানের ইনিংস খেলা লিটন দাস ঢাকা টেস্টেও ধরে রেখেছেন ধারাবাহিকতা। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যখন অর্ধশতকের দ্বারপ্রান্তে তখন শর্ট ফাইন লেগে ক্যাচ তুলে দেন লিটন। তবে বদলি ফিল্ডার কামিন্দু মেন্ডিসের হাত ফসকে যাওয়ায় বেঁচে যাওয়া লিটন শেষ পর্যন্ত ৯৬ বলে তুলে নিয়েছেন অর্ধশতক।

অন্যদিকে মুশফিকুর রহিমের ব্যাটেও এসেছে অর্ধশতকের ইনিংস। চট্টগ্রাম টেস্টে ১০৫ রানের ইনিংস খেলা মুশফিকও এদিন বেশ হাত খুলে খেলার চেষ্টা করেছেন। ফিফটি পূর্ণ করতে হাঁকান ৭টি বাউন্ডারি।

এর আগে সকালে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই মাহমুদুল হাসান (০) জয়ের উইকেট হারায় বাংলাদেশ। এরপর তামিম ইকবালও সাজঘরে ফেরেন শূন্য রানে।

দুই ওপেনারের বিদায়ের পর অধিনায়ক মুমিনুল হক বিদায় নেন ৯ রান করে। নাজমুল হোসেন শান্ত ৮ রানে ফেরেন বোল্ড হয়ে। সাকিব আল হাসান ব্যাটে বলই লাগাতে পারেননি, শূন্য রানে ফিরতে হয় সাজঘরে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৩৩ রান। লিটন দাস ৬২ ও মুশফিক ৫২ রানে আছে অপরাজিত।

আজকের খুলনা
আজকের খুলনা