• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

শ্রীলঙ্কার বিপক্ষে তামিমের সেঞ্চুরি

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ মে ২০২২  

শ্রীলঙ্কা বিপক্ষে টেস্টে দীর্ঘ ২৬ মাসের বেশি সময় পর সাদা পোশাক গায়ে তিন অঙ্কের স্বাদ পেলেন তামিম ইকবাল। এই ফরম্যাটে লঙ্কানদের বিপক্ষে এটি তার প্রথম সেঞ্চুরি। ইনিংসের ৫১তম ওভারে শ্রীলঙ্কান পেসার অসিথা ফার্নান্দোকে মিড উইকেটে খেলে দৌড়ে ১ রান নিয়ে এই মাইলফলক স্পর্শ করেন তামিম। টেস্টে এটি তার ১০ নম্বর সেঞ্চুরি। এই ফরম্যাটে সবশেষ শতকটি করেছিলেন ২০১৯ সালের ফেব্রুয়ারিতে, নিউজিল্যান্ডের বিপক্ষে।

৮৯ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যান তামিম, সেখান থেকে ফিরেই সেঞ্চুরির কোটা পূর্ণ করেন। ৭৩ বলে ফিফটি করলেও পরের পঞ্চাশ করতে লেগেছে ৮৮ বল। তামিমের এই শতক এসেছে ১৬২ বলে। যেখানে নেই কোনো ওভার বাউন্ডারি, চার মেরেছেন ১২টি।

এর আগে টেস্ট সংস্করণে শ্রীলঙ্কার বিপক্ষে ৭টি অর্ধশতক থাকলেও ছিল না কোনো শতক। লঙ্কানদের বিপক্ষে এটি তামিমের প্রথম তিন অঙ্ক ছোঁয়া রান। আগে ব্যক্তিগত সর্বোচ্চ ছিল ৯২ রান। এমনকি টেস্টে তামিমের পাকিস্তানের পর সবথেকে কম ব্যাটিং গড় শ্রীলঙ্কার বিপক্ষে।

শ্রীলঙ্কা বিপক্ষে টেস্টে খেলার আগে বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রানের মালিক ছিলেন মুশফিকুর রহিম। তার চেয়ে ৮৪ রান পিছিয়ে ছিলেন তামিম ইকবাল। এবার লঙ্কানদের সঙ্গে টেস্টের প্রথম ইনিংসে দারুণ খেলতে থাকা তামিম টপকে গেলেন মুশফিককে। এরমধ্যে ৮৫ রান পার করতেই মুশফিককে টপকে বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রানের মালিক হলেন তামিম।

আজকের খুলনা
আজকের খুলনা