• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ওমানের সামনে ১৩০ রানের টার্গেট

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১  

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করার জন্য স্বাগতিক ওমানের সামনে সাদামাটা টার্গেটই দিয়েছে পাপুয়া নিউগিনি। শুরুর ধাক্কা সামলে দ্রুতই ম্যাচ বাঁচানো জুটি। এরপর শেষের দিকে আবারও ব্যাটিং ধস। সব মিলিয়ে নির্ধারিত ২০ ওভারে পাপুয়া নিউগিনির সংগ্রহ ৯ উইকেটে ১২৯ রান। ৪ উইকেট নিয়েছেন ৩৩ বছর বয়সী বাঁহাতি স্পিনার জিসান মাকসুদ।

আজ রবিবার মাসকটের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম পর্বের প্রথম ম্যাচে টস জিতে পাপুয়া নিউগিনিকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় স্বাগতিক ওমান। ব্যাটিংয়ে নেমে পাপুয়া নিউগিনি শুরুতেই ধাক্কা খায়। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই প্রথম ওভারের পঞ্চম বলে বোল্ড হয়ে যান টনি উরা (০)। পরের ওভারে বোল্ড হন আরেক ওপেনার লেগা সিয়াকা (০)। তখনও স্কোরবোর্ডে কোনো রান নেই। এরপর অবশ্য ৮১ রানের দ্বিতীয় উইকেট জুটি গড়ে বিপদ সামাল দেন  অধিনায়ক আসাদ ভালা (৫৬) এবং চার্লস আমিনি (৩৭)।

৪৩ বলে ৪ বাউন্ডারি আর ৩ ওভার বাউন্ডারিতে ৫৬ রানের ইনিংস খেলা আসাদ ভালা ৪০ বলে ফিফটি পূরণ করেন। আরেক ব্যাটসম্যান আমিনি ৩৭ রান করেন ২৬ বলে ৪ বাউন্ডারি আর এক ওভার বাউন্ডারিতে। পাঁচে নামা সিসি বাউ করেন ১৩ রান। এছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অংক ছুঁতে পারেননি। শেষের দিকে পাপুয়া নিউগিনির উইকেট পতন হয়েছে দ্রুত। ১৬তম ওভারে তিন উইকেটের পতন ঘটালেও হ্যাটট্রিক হয়নি জিসান মাসকুসদের।

আজকের খুলনা
আজকের খুলনা