• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

১১ ছক্কায় এভিন লুইসের ১০২*

আজকের খুলনা

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১  

তাকে বলা হয় উইন্ডিজ ক্রিকেটের পরবর্তী প্রজন্মের ক্রিস গেইল। খুব ধারাবাহিক না হলেও মাঝেমধ্যেই ঝলসে উঠে এই উপাধির যথার্থতা প্রমাণ করে দেন এভিন লুইস। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে আজ রবিবার বিধ্বংসী ব্যাটিংয়ে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি করেছেন এই ওপেনার। তার বিস্ফোরক ইনিংসে ছিল ১১টি ছক্কা। এতে অনায়াসে ৮ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতে গেছে তার দল।

আগে ব্যাট করতে নেমে ১৫৯ রান সংগ্রহ করে শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্স। কলিন মানরো ৩৪ বলে সর্বোচ্চ ৪৭ আর সুনিল নারাইন ১৮ বলে অপরাজিত ৩৩ রান করেন। ১৬০ রানের লক্ষ্য এমনিতেই খুব কঠিন ছিল না। ক্রিস গেইল আর এভিন লুইসের বিধ্বংসী ব্যাটিংয়ে সেই টার্গেট একেবারেই সাদামাটা হয়ে যায়। ১৮ বলে ৬ চার ১ ছক্কায় ৩৫ রান করে আউট হন দ্য ইউনিভার্স বস ক্রিস গেইল। কিন্তু এভিন লুইসকে ঠেকায় কে?

ষষ্ঠ ওভারে পেসার আলি খানকে পরপর চার-ছক্কা মেরে হাত খোলেন লুইস। ৮ম ওভারে ক্যাচ দিয়েও আকিল হোসেনের সৌজন্যে বেঁচে যান। তখন তার রান ২৯। জীবন পেয়ে যেন আরও ভয়ংকর হয়ে ওঠেন লুইস। ফিফটি স্পর্শ করেন ২৬ বলে। আর ৫১ বলে পূরণ করেন সেঞ্চুরি। যা ২০১৯ সালের পর এই প্রথম। বিধ্বংসী ইনিংস খেলার পথে তিনি হাঁকিয়েছেন ৫টি চার এবং ১১টি ছক্কা। ম্যাচ শেষে ৫১ বলে ১০২ রানে অপরাজিত থাকেন লুইস। ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে তার হাতে।

আজকের খুলনা
আজকের খুলনা