• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ভারতীয় স্পিনারকে বাংলা শেখালেন সাকিব

আজকের খুলনা

প্রকাশিত: ৪ আগস্ট ২০২১  

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সে খেলার মাধ্যমেই অভিষেক হয়েছিল সাকিব আল হাসানের। পরে তাকে কিনে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের ২০২১ সালের আসরে ফের তাকে দলে ভিড়িয়েছে কলকাতা। নাইট রাইডার্স শিবিরের অন্যতম সেরা বাঙালি ক্রিকেটার সাকিব।

সেই তিনি এবার কলকাতার ভারতীয় স্পিনার কুলদ্বীপ যাদবকে বাংলা শেখানোর দায়িত্বটাও নিয়েছেন নিজের কাঁধে। করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়ার আগে কুলদ্বীপকে বাংলা শেখার ক্লাসে বসিয়েছিলেন সাকিব। যা মঙ্গলবার প্রকাশিত হলো কেকেআরের ফেসবুক পেজে।

২০১৪ সাল থেকে কলকাতায় খেলছেন উত্তর প্রদেশে জন্ম ও বড় হওয়া কুলদ্বীপ। কিন্তু সে অর্থে তেমন বাংলা জানেন না তিনি। তাই সাকিবের কাছ থেকে বাংলা শেখার চেষ্টা করেছেন তিনি। যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ‘একলা চলো রে’ গানের একটি লাইন শিখিয়েছেন সাকিব।

কলকাতার পেজে আপলোডকৃত ভিডিওতে দেখা যায়, কুলদ্বীপকে সাকিব বলছেন, ‘কুলদ্বীপ, তুমি অনেকদিন ধরে কেকেআরে খেলছ। তুমি বাংলায় কী কী বলতে পারো?’

উত্তরে কুলদ্বীপ বলেন, ‘আপনার চলে যাওয়ার পর কেউ আমাকে বাংলা শেখায়নি। তাই ৩-৪টি শব্দ বলতে পারি। একটা খুব সাধারণ কথা আছে যেমন জল খাবো/পানি খাবো। আমি তোমাকে ভালোবাসি।’ তাকে থামিয়ে সাকিব বলেন, ‘আমিও তোমাকে ভালোবাসি। এখন চলো তোমাকে আরও কিছু বাংলা শেখাই।’

সাকিব বলতে থাকেন, ‘তো একটা গান আছে। না পুরো গান নয়। শুধু একটা লাইন। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।’ এটি শুনেই চিনে ফেলেন কুলদ্বীপ, ‘এটা খুবই জনপ্রিয় গান। অমিতাভ বচ্চন গেয়েছেন।’

পরে সাকিব কুলদ্বীপকে দিয়েও এই বাক্যটি পুরোটা বলান। প্রথমবারে খানিক সমস্যা হলেও, পরে পুরো বাক্যটিই বলে ফেলেন কুলদ্বীপ। সাকিবের মুখে তখন সফলতার হাসি আর ছোট চিৎকারে উদযাপন সারেন কুলদ্বীপ।

আজকের খুলনা
আজকের খুলনা