• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

টিকটকের ‘ফর ইউ’ ফিড রিফ্রেশ করলেই মিলবে পছন্দের ভিডিও

আজকের খুলনা

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৩  

জনপ্রিয় শর্ট-ভিডিও প্ল্যাটফর্ম টিকটক এর ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী কনটেন্ট রিকমেন্ড করতে একটি নতুন ফিচার চালু করেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা টিকটকের ‘ফর ইউ’ ফিড রিফ্রেশ করতে পারবে। রিকমেন্ড করা কোনো কনটেন্ট ব্যবহারকারীদের যদি তাদের জন্য অপ্রাসঙ্গিক মনে হলে, ‘ফর ইউ’ ফিড রিফ্রেশ করে সেক্ষেত্রে নতুন কনটেন্ট দেখতে পারবেন।

কনটেন্ট, ক্রিয়েটর, কমিউনিটি এবং প্রোডাক্ট– এমন প্রতিটি ক্ষেত্রেই প্ল্যাটফর্মটি ভিন্নতা এনেছে এর ‘ফর ইউ’ ফিড ফিচারটির মাধ্যমে। তবে, অনেক সময় রিকমেন্ড করা কনটেন্ট বা ভিডিও ব্যবহারকারী ব্যক্তিদের কাছে অপ্রাসঙ্গিক বলে মনে হয়। অথবা কনটেন্টটি পছন্দ অনুযায়ীও হয় না। এই বিষয়টি ভেবেই, এবার টিকটক ব্যবহারকারীদের জন্য ‘ফর ইউ’ ফিড রিফ্রেশ করার সুবিধাটি এনেছে, যা অ্যাপটিতে সাইন আপ করার সাথে সাথেই দেখা যায়। 

এই ফিচারটির কারণে ব্যবহারকারীরা দেখানো কনটেন্টগুলোকে নানাভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। যেমন- হ্যাশট্যাগ বা বাক্য দিয়ে তৈরি করা ভিডিও ‘ফর ইউ’ ফিডে ফিল্টার করা যাবে। ভবিষ্যতে ফিল্টার করা এই ভিডিও নির্মাতার কনটেন্ট বা ব্যবহৃত নির্দিষ্ট শব্দও এড়িয়ে যাওয়া যাবে।

আনন্দদায়ক অভিজ্ঞতা দেয়ার জন্য এবং একই সঙ্গে প্ল্যাটফর্মটিকে সুরক্ষিত রাখতে টিকটক ক্রমাগত কাজ করে যাচ্ছে। টিকটকের এমন কিছু পদক্ষেপগুলো হলো– টিকটকের নিয়মের সঙ্গে সাংঘর্ষিক এমন কনটেন্ট অপসারণ, অনুপযুক্ত কনটেন্টকে ‘ফর ইউ’ ফিডের জন্য অযোগ্য করা, নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন কনটেন্ট কম রিকমেন্ড করা এবং কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট জন্য বিষয়বস্তু ফিল্টার করা।

আজকের খুলনা
আজকের খুলনা