• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

জিমেইলে ই-মেইল শিডিউল করার উপায়

আজকের খুলনা

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২১  

২০১৯ সালের এপ্রিলে ই-মেইল শিডিউল করার সুবিধা চালু করেছে জিমেইলে। এই ফিচার ব্যবহার করে সেভ করে রাখা ই-মেইল ভবিষ্যতে নির্বাচিত তারিখ এবং সময়ে পাঠানো যায়।

মোবাইল অ্যাপ ও ডেস্কটপ ব্রাউজারে এই সুবিধা পাওয়া যায়। আজ আপনাকে জানাবো জিমেইলে ই-মেইল শিডিউল করার উপায় –

ডেস্কটপ ব্রাউজারের মাধ্যমে ই-মেইল শিডিউল করবেন যেভাবে –

১. প্রথমে gmail.com-এ যান এবং আপনার Google অ্যাকাউন্টে লগ ইন করুন।

২. এবার Compose-এ ক্লিক করুন এবং প্রাপকের ই-মেইল আইডি দিয়ে আপনার মেইলটি ড্রাফ্ট করুন।

৩. এখন Send-এ ক্লিক করার পরিবর্তে Send বাটনের পাশে ছোট ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করুন এবং Schedule Send সিলেক্ট করুন।

৪. আপনাকে আগামী কয়েক দিনের জন্য কয়েকটি প্রি-সেট অপশন দেখানো হবে। যদি এর মধ্যে কোনোটি আপনার জন্য উপযুক্ত হয় তবে কেবল সেটিতে ক্লিক করুন। আপনার ই-মেইলটি শিডিউল হয়ে যাবে।

৫. আপনি যদি কোনো তারিখ এবং সময় বেছে নিতে চান তবে Pick date & time-এ ক্লিক করুন।

৬. আপনি একটি ক্যালেন্ডারে কখন মেইলটি শিডিউল করতে চান তার তারিখ সিলেক্ট করতে পারেন। অথবা ম্যানুয়ালি টেক্সট ফিল্ডে সময়সহ ডেটটি এন্টার করা যেতে পারে।

৭. এই কাজগুলো করা হয়ে গেলে Schedule send-এ ক্লিক করুন এবং আপনার ই-মেইলটি সেই তারিখ এবং সময়ের জন্য শিডিউল হবে।

মোবাইল অ্যাপের মাধ্যমে ই-মেইল শিডিউল করবেন যেভাবে –

১. আপনার Android বা iOS ডিভাইসে Gmail অ্যাপটি ওপেন করুন।

২. Compose-এ ক্লিক করুন এবং প্রাপকের ই-মেইল আইডি দিয়ে আপনার মেইলটি ড্রাফ্ট করুন।

৩. উপরের ডানদিকে তিনটি ডট মেনুতে (three dot menu) ক্লিক করুন এবং Schedule send-এ ট্যাপ করুন।

৪. আপনি Pick date & time অপশনসহ কয়েকটি প্রিসেট অপশন দেখতে পারেন। কোনো তারিখ এবং সময় ম্যানুয়ালি এন্টার করার জন্য Pick date & time-এ ক্লিক করুন।

৫. পছন্দ মত তারিখ এবং সময় নির্বাচন করুন এবং Schedule send-এ ক্লিক করুন।

আজকের খুলনা
আজকের খুলনা