• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

কর্মীর সঙ্গে সম্পর্কের তদন্ত শুরু হলে মাইক্রোসফট ছাড়েন বিল গেটস

আজকের খুলনা

প্রকাশিত: ১৮ মে ২০২১  

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের বিরুদ্ধে এক নারী কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ ওঠে। এ অভিযোগের তদন্ত শুরু হলে ২০২০ সালে মাইক্রোসফট ছাড়েন বিল গেটস। রোববার (১৬ মে) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ কথা বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফটের ওই নারী প্রকৌশলী ২০১৯ সালে চিঠি দিয়ে জানান যে, গেটস তার সঙ্গে বছরের পর বছর ধরে যৌন সম্পর্ক করেছেন। এ অভিযোগের পর ঘটনা তদন্তে এক আইনি প্রতিষ্ঠানকে নিয়োগ দেয় মাইক্রোসফট বোর্ড। এরপর ২০২০ সালে কোম্পানির বোর্ড অব ডিরেক্টর থেকে পদত্যাগ করেন বিল গেটস।

প্রতিবেদনে আরও বলা হয়, তদন্ত চলাকালীন বোর্ডের কিছু সদস্য সিদ্ধান্ত নিয়েছিলেন যে গেটসের মাইক্রোসফটে থাকা ঠিক নয়। কিন্তু তদন্ত শেষ হওয়া এবং বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসার আগেই পদত্যাগ করেন বিল গেটস।

এক বিবৃতিতে মাইক্রোসফট জানায়, মাইক্রোসফট ২০১৯ সালে জানতে পেরেছিল ওই নারী কর্মচারীর সঙ্গে বিল গেটসের সম্পর্ক গভীর হয়। এরপর কোম্পানি এ বিষয়ে তদন্ত শুরু করে। মাইক্রোসফট আপাতত এর বেশি কিছু জানায়নি। বিল গেটসের একজন মুখপাত্র জানিয়েছেন, তার বোর্ড ছাড়ার সিদ্ধান্তের পেছনে কোনো নারী কর্মীর সঙ্গে সম্পর্ক জড়িত নয়।

সম্প্রতি ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন বিল গেটস ও মেলিন্ডা। বিলিওনেয়ার এ দম্পতির তিন সন্তান আছে এবং তারা যৌথভাবে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালনা করেন।

আজকের খুলনা
আজকের খুলনা