• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

রাতভর ইবাদতে পালিত হলো পবিত্র লাইলাতুল কদর

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২  

পবিত্র লাইলাতুল কদরে রাতভর ইবাদত-বন্দেগিতে কাটিয়েছেন ধর্মপ্রাণ মুসলিমরা। মসজিদে আর ঘরে আদায় করেছেন নামাজ, করেছেন জিকির-আসগার। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এশা আর তারাবিহ নামাজের পর নফল ইবাদাতে মশগুল ছিলেন সবাই।

মুসলিমদের কাছে হাজার মাসের থেকে শ্রেষ্ঠ আর মহিমান্বিত রাত পবিত্র লাইলাতুল কদর। পবিত্র কোরআন মাজিদ নাজিল হয়েছে এ রাতে। আর তাই তাদের কাছে এ রাতের গুরুত্ব অপরিসীম। মহিমান্বিত এ রাতের প্রার্থনায় গুনাহ মাফ আর পরিবার-পরিজনের সুস্থতা কামনা করা হয়। অনাবিল সুখ আর শান্তিময় হোক আগামীর পৃথিবী, মহান আল্লাহ তায়ালার কাছে এই চাওয়া সবার। গুনাহ মাফের সবচেয়ে উত্তম সময় পবিত্র শবে কদর। তাই এ রাতে বেশি বেশি করে ইসতিগফার করার পরামর্শ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিউদ্দীন কাসেমের।

পবিত্র রমজান মাসের শেষ দশদিনের যেকোনো বেজোড় রাতে হতে পারে শবে কদর। তবে আলেমদের মতে ২৬ রমজান রমজান দিবাগত রাতেই আসে লাইলাতুল কদর।

আজকের খুলনা
আজকের খুলনা