• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

হিজাবের সঙ্গে একদিন

আজকের খুলনা

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২১  

যুক্তরাষ্ট্রে বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিতকরণ এবং মুসলিম শিক্ষার্থীদের হিজাব ও ইসলাম সচেতন করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উদ্যোক্তরা আশা করছেন, ‘এ ডে ইন হার হিজাব’ (তার হিজাবের সঙ্গে একদিন) শীর্ষক কর্মসূচিটি হিজাব পরিধানের কারণে মুসলিম শিক্ষার্থীরা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয় তা হ্রাস করতে সহায়তা করবে।

উইসকনসেনে অবস্থিত ম্যাডিসন কলেজের শিক্ষার্থী গায়েদা ইদরিস ব্যতিক্রম এই কর্মসূচির প্রধান উদ্যোক্তা। গায়েদা কলেজের অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সামনে তার ধর্মীয় মূল্যবোধ, বিশ্বাস ও সংস্কৃতি তুলে ধরেন। মিউজিকের সঙ্গে আরবীয় খাবারে মিশ্র ঘ্রাণের মোহনীয় আবেশে তিনি তাদের সহযোগিতা করেছেন, যারা হিজাব পরিধানের চেষ্টা করেন। গত সপ্তাহে আয়োজিত কর্মসূচি সম্পর্কে গায়েদা বলেন, আমি আশা করি, মানুষ হিজাব সম্পর্কে সামগ্রিক জ্ঞান লাভ করবে এবং মুসলিম নারীদের জন্য হিজাবের মর্মার্থ তারা বুঝতে পারবেন।

এই বিশেষ আয়োজনের সুযোগ প্রদান করায় গায়েদা কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ম্যাডিসন কলেজ মুসলিম সম্প্রদায়কে যেভাবে উপস্থাপন করেছে তাতে আমি গর্বিত বোধ করছি।’ কলেজের অপর মুসলিম শিক্ষার্থী দিয়া বাসিমা বলেন, ‘আমি সত্যিই আনন্দিত যে সবাই আরবীয় খাবারগুলো পছন্দ করেছে এবং তারা হিজাব পরিধানের চেষ্টা করেছে। মূলত হিজাব ইসলামের পোশাকবিধির অংশ। এটা শুধু ধর্মীয় প্রতীক না, যা মানুষকে প্রদর্শন করা হয়।’

আজকের খুলনা
আজকের খুলনা