• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খাওয়ার শুরুতে মুখে লবণ দেওয়া

আজকের খুলনা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১  

প্রশ্ন : প্রচলিত আছে খাওয়ার শুরুতে মুখে লবণ দেওয়া সুন্নত। বিষয়টি কি সত্যিই সুন্নত?

উত্তর : খাওয়ার শুরুতে মুখে লবণ দেওয়া সুন্নত—এ কথা প্রমাণিত নয়। সুতরাং তাকে সুন্নত বলার অবকাশ নেই। এ ক্ষেত্রে দুটি বাক্যকে হাদিস হিসেবে উল্লেখ করা হয়। তা হলো, ‘লবণ দিয়ে আহার শুরু ও শেষ কোরো। কেননা লবণ ৭০টি রোগের ওষুধ’ এবং ‘যে ব্যক্তি খাওয়ার আগে ও পরে লবণ খায় সে ৩৬০টি রোগ থেকে নিরাপদ থাকে। এর মধ্যে সর্বনিম্ন হলো কুষ্ঠ ও ধবল।’ হাদিস শাস্ত্রের প্রসিদ্ধ ইমামরা উভয় বাক্যকে জাল ও বানোয়াট বলেছেন। তাঁরা বলেছেন, বাক্য দুটি হাদিস নয়। সুতরাং এসব বাক্যের ওপর নির্ভর করে আহারের শুরুতে মুখে লবণ দেওয়াকে সুন্নত বলা যাবে না। (দালায়িলুন নুবুওয়াহ : ৭/২৯৯; আল মাসনু, পৃষ্ঠা ৭৪; তানজিহুশ শরিয়া : ২/২৬৬)

আজকের খুলনা
আজকের খুলনা